শিরোনামঃ-

» বেতার সিলেট কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বেতার সদর দপ্তরের (প্রশাসন ও অর্থ)পরিচালক খান মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বেতারের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ বেতার দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অদ্যবধি একমাত্র গণমাধ্যম বাংলাদেশ বেতার যার প্রয়োজনীয়তা আজো অটুট রয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বেতার মিরের ময়দানস্থ ভবনের সভা কক্ষে  বেতারের কর্মকর্তা-কর্মচারী, নিজস্ব শিল্পী, অনিয়মিত শিল্পী, ঘোষক-ঘোষিকা, সংবাদ পাঠক-পাঠিকাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম এর সভাপতিত্বে সভায় মূখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম বলেন, ঐতিহাসিক মূর্হতগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশ বেতার।

যার ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আঞ্চলিক প্রকৌশলী মানোয়ার হোসেন খান, উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হামিদুর রহমান, উপ-নিয়ন্ত্রক বার্তা সঞ্জয় সরকার, উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক, উপ-আঞ্চলিক প্রকৌশলী এ এইচ এম ফয়সল, উপ-আঞ্চলিক পরিচালক মো. হাবীবুর রহমান, সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম, পবিত্র কুমার দাশ, প্রদীপ চন্দ্র দাস, মো. যোনায়েদ হোসেন প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30