শিরোনামঃ-

» রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধের দাবীতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন ইতিহাসের নিষ্ঠুরতম কায়দায় মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে।

এতে বাংলাদেশে উপর যেমন বোঝা তেমনিভাবে জাতিসংঘের প্রতি মিয়ানমার সরকারের বৃদ্ধাঙ্গুলী দেখানোর শামিল। তিনি আরো বলেন- ভারত ও চীন রোহিঙ্গা মুসলমানদের হত্যাযজ্ঞে নিরব সমর্থন দিয়ে যাচ্ছে। যার কারনে এ সমস্যা আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ভারত ও চীন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।

অবিলম্বে বাংলাদেশ সরকারকে আরো বেশি কূটনৈতিক তৎপরতাসহ আগামী জাতিসংঘের বৈঠকে প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে জোরালো ভূমিকা রাখার আহবান জানান।

এসময় তিনি অবিলম্বে মিয়ানমার সরকারকে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশে ফিরিয়ে নিরাপত্তার ব্যবস্থার দাবী জানান এবং বাংলাদেশে যেসকল অসহায়-নির্যাতিত মজলুম রোহিঙ্গা মুসলমান রয়েছে তাদেরকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী সঠিকভাবে পৌছানোর দাবী জানান।

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জেলা সভাপতি মাওলানা নজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন সিলেট জেলার সভাপতি আলহাজ্ব নজির আহমদ, মহানগর জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের মহানগর সেক্রেটারি মো. নূরে আলম, ইসলামী ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, জেলা যুব আন্দোনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক মো. সাইদুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ড আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30