শিরোনামঃ-

» আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের উদ্যোগে গ্রামার স্কুলে ১ দিন ব্যাপী উশু প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের উদ্যোগে বুধবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর কুমাপাড়াস্থ ইংলিশ মিডিয়াম গ্রামার স্কুলে উশু প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্রামার স্কুলের সার্বিক সহযোগিতায় ও চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্যবস্থাপনায় কর্মশালায় বিদ্যালয়ে প্রায় ২ শত শিক্ষার্থীকে এই উশু প্রশিক্ষণ দেওয়া হয়।

অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফারুকের সভাপতিত্বে এ কর্মশালায় উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সহকারী প্রশিক্ষক ইমদাদুল হক, নুরুল ইসলাম, ইমন আলী, সিনিয়র সদস্য বদরুজ্জামান রাজু, শাহরিয়ার আহমদ শাহরিয়া, রাজন তালুকদার, উমর হায়দার রিজন, সাদিয়া আক্তার, শান্তা, দিপ্তি প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন বলেন- এমন কিছু খেলাধুলা আছে যা আমাদের মতো গরীব দেশের পক্ষে সম্ভব নয়। তবুও আমরা এ সকল খেলাধুলার প্রতি ঝুকে পড়েছি। উশু করতে খুব বেশী অর্থের প্রয়োজন হয়না। যে কেউ এটা চর্চা করতে পারে। অর্থ কম খরচের পাশাপাশি এ খেলা আমাদেরকে শারিরীকভাবে অনেক সুস্থ্য রাখে, আত্মরক্ষা, সামাজিক সম্মান বন্ধন অটুট রাখে। তাই এ খেলার গুরুত্ব অপরীসিম।

উশু খেলাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে নিজ উদ্যোগে এ কাজ শুরু করেছি। আমার লক্ষ্যে পৌছাতে প্রত্যেক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি। পাশাপাশি ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়া ভাইয়েরা যারা আছেন উশু খেলাকে ছড়িয়ে দিতে আপনাদের একান্ত সাহায্য কামনা করছি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফারুক বলেন- দেশের অন্যান্য খেলার চেয়ে এ উশু খেলার উপকারীতা বেশী। মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসা যায়।

এ খেলা সামাজিক উন্নয়নের পাশাপাশি নারীদের স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে উঠতে সাহায্য করে। ইভটিজিং, আত্মহত্যা, নারী নির্যাতন, ছিনতাই রাস্তাঘাটে অনাকাঙ্খিত সন্ত্রাসী ও জঙ্গিবাদ কর্মকান্ড প্রতিরোধ করতে সাহায্য করে।

আমি আশা করি প্রত্যেক স্কুলে এ খেলার প্রশিক্ষণ দেওয়া হলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। তাই আমি উশু খেলাটি পরিচালনার জন্য চাইনিজ উশু ফাইটার স্কুল কর্তৃপক্ষ মো. আনোয়ার হোসেনকে আমাদের স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930