শিরোনামঃ-

» দিরাইয়ে বন্যার্তদের মাঝে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০১৭ | বুধবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের সহায়তায় দেশে যেমন ব্যস্ত মানবপ্রেমীরা, তেমনি প্রবাস থেকেও ছোট পরিসরে মানবপ্রেমীরা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর নানা ধরণের উদ্যোগ নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জগদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বন্যার্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণ তুলে দেন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আহাদ।

জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মাষ্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন মঞ্জুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ইউনুছ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: ফয়জুন নুর, কৃষক ফিরোজ আলী, সমাজসেবক আরজু মিয়া, আবুল হোসেন, বজলুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, আস্তকার মিয়া, কৃষকলীগ নেতা আবুল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন- প্রবাসীরা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে থেকে মানবসেবা করে যাচ্ছেন। তাদের অবদান দেশবাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সভা শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬০ জন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930