শিরোনামঃ-

» চতুর্থবারের মতো নির্বাচিত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০১৭ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঙ্গেলা মার্কেল। নিজে নির্বাচিত হলেও সাত দশকের ইতিহাসে সবচেয়ে খারাপ করেছে মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)। তবে ৩২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে সিডিইউ জার্মান পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসেবেই অবস্থান ধরে রেখেছে।
মার্কেলের জোটের বর্তমান অংশীদার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-এসপিডি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এসপিডি ট্রেজারি বেঞ্চে না বসে আপাতত বিরোধী দলের আসনে বসার ঘোষণা দিয়েছে।
এছাড়া কট্টর ডানপনন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ১৩.১ শতাংশ আসন পেয়ে তৃতীয়, এফডিপি সাড়ে ১০.৫ শতাংশ, গ্রিনস পার্টি ৮.৯ শতাংশ ও বাম দল ৮.৯ শতাংশ ভোট পেয়েছে।
নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কেল। তিনি বলেন, ‘তাঁর প্রত্যাশা ছিল দল আরও ফল করবে। রক্ষণশীল শক্তির (এএফডি পার্টি) উত্থান ঘটায় জনগণের ভয়, উদ্বেগের কথা আমরা শুনবো।’ অপরদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর কট্টর ডানপণ্থি দল এএফডি সমর্থকরা বিক্ষোভ করেছে।
জার্মান পার্লামেন্টে ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টিতে সরাসরি নির্বাচন হয়। বাকি ২৯৯ আসনে ভোটপ্রাপ্তির হারের উপর ভিত্তি করে বিভিন্ন দলের মধ্যে কোটাভিত্তিক আসন বণ্টন হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930