শিরোনামঃ-

» সিলেটে মোটরসাইকেলে হাইড্রোলিক হরণ ও বিকট শব্দ বন্ধে এসএমপি পুলিশের অভিযান

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ মোটরসাইকেলে হাইড্রোলিক হরণ ও সাইলেন্সারের বিকট শব্দ বন্ধে সিলেটে অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার (৪ অক্টোবর) অভিযানের প্রথমদিনে প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেলকে জরিমানা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে এসএমপি সূত্রে জানা গেছে।

মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার নির্দেশে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু হয়। এসএমপির এডিসি (ট্রাফিক) নিকুলিন চাকমা অভিযানে নেতৃত্ব দেন।

মহানগর পুলিশ সার্জেন্ট আবু বক্কর শাওন জানান, সকাল সাড়ে ১১টার দিকে নাইরপুল পয়েন্টে আমরা অভিযান শুরু করি। বেলা আড়াইটা পর্যন্ত অভিযানে প্রায় ৭০টি মোটরসাইকেলকে জরিমানা করা হয়। এর মধ্যে হাইড্রোলিক হরণ এবং বিকট শব্দের সাইলেন্সার লাগানোর জন্য ৪৮টি মোটরসাইকেলকে জরিমানা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নগরজুড়ে এই অভিযান চলবে বলে তিনি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30