শিরোনামঃ-

» আগামী শনিবার সিলেটে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০১৭ | বৃহস্পতিবার

বিশেষ রিপোর্টারঃ দেশে ফেরার পথে সিলেটে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টায় যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে তিনি দেশে ফিরবেন। এদিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘণ্টাখানেক যাত্রা বিরতি করবে বিমানটি। সে সুবাদে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগও হতে পারে সিলেট আওয়ামী লীগের নেতাদের।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন- সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতি মৌখিকভাবে জানতে পেরেছি। তবে অফিসিয়ালভাবে এখনো জানানো হয়নি। যাত্রা বিরতিকালে কারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে ৫ অক্টোবর। এদিন এসএসএফ’র সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট সরাসরি ঢাকায় নামবে বলে জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন- অসুস্থতা জনিত কারণে প্রধানমন্ত্রী সিলেটে যাত্রা বিরতি হচ্ছে না। তাকে বহণকারী বিমানের ফ্লাইট সরাসরি ঢাকায় নামবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌছান। সেখানে ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। বক্তব্যে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৫ দফা দাবি বিশ্ব সম্প্রাদায়ের কাছে তুলে ধরেন।

অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে তার পিত্ত থলিতে অস্ত্রোপচার হয়। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী লন্ডন পৌছান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30