শিরোনামঃ-

» বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর সিলেট মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর সিলেট মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর জেলা পরিষদ মিলনাতয়নে বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট এর মহানগর শাখার সভাপতি শাহ আলী হাসান এর সভাপত্বিতে ও সহ-সভাপতি রুহুল আমিন ও নুরুদ্দিন রাসেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন- মানব সেবা ও মানুষের কল্যাণে কাজ করাই বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর মুল উদ্যেশ্য। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। বৃত্তবানদের সম্পদে গরীব অসহায় মানুষের অধিকার রয়েছে। বঞ্চিত মানুষের এ অধিকার আদায়ে বৃত্তবান সচেতন হতে হবে। সমাজের এসব দুঃস্থ মানুষের সেবার মধ্যেই ¯্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারে ধর্ম মন্ত্রনালয়ের (অবঃ) যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সেলিনা রাজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি রুহুল আমিন, ফেরদৌস আলম, শাহবাজ হোসেন ইমরান, জুলফিকার চৌধুরী রাজিব, ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী পল্লব, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন জয়, সহ-সম্পাদক সুধীর রায়, দফতর সম্পাদক ইমন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন- ফারহানা বেগম হেনা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন ইমরান খান, গীতাপাঠ করেন নিরুপম রায়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30