শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ সুরমা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরবর্তন এনেেছ। স্বাক্ষরতার হার বৃদ্ধি, শতভাগ ভর্তি, ছাত্র-ছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়াসহ শিক্ষার অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এসব সাফল্য এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করতে দিনরাত কাজ করছেন। দেশে এখন দারিদ্রের হার কমে এসেছে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

দক্ষিণ সুরমা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শনিবার (২৮ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, তোমাদের প্রথম কাজই হবে লোখাপড়া করা। প্রতিটি স্কুল-কলেজের লাইব্রেরিতে পর্যাপ্ত বই রয়েছে। ক্লাসের পর লাইব্রেরিতে বই পড়তে হবে। লেখাপড়া ফেলে মিছিল-মিটিংয়ে যাওয়ার দরকার নেই। এতে দেশ পিছিয়ে পড়বে।
দক্ষিণ সুরমা বলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জোবেদা কনক খান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ই.ইউ. শহিদ ইসলাম শাহীন, সদস্য ডাক্তার আব্দুল হাই, সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সদস্য আব্দুল জব্বার জলিল, সদস্য শাহ নিজাম উদ্দিন, সদস্য হারুনুর রশিদ, সদস্য কামাল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন উপকমিটির আহবায়ক রাহেনা হক। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দর্শণ বিভাগের সহকারী অধ্যাপক মুহিবুর রহমান। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন। কলেজ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- তোফায়েল ইসলাম রাব্বি, আতাউর রহমান সানি, মো. শাহীন আলী। স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিঢে বরণ করে নেয় কলেজের রোভার স্কাউট সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রভাষক খালেদ আহমদ, প্রভাষক দীপক চন্দ্র ও কলেজ শিক্ষার্থীদেও যৌথ পরিচালনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক গোলমান আলী ও পবিত্র গীতা পাঠ করেন দীপক চন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30