শিরোনামঃ-

» মোগলগাও ইউনিয়নে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৭ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানুষের উপর আওয়ামীলীগ সরকারের অত্যাচার নির্যাতন লাগামহীন।

তারা স্বাধীনতার পক্ষের শক্তি  বলে দাবী করেন কিন্তু যারা আওয়ামীলীগ করেনা তারা স্বাধীন ভাবে কথা বলতে পারবেনা এটাতো স্বাধীনতা নয়। দেশের মানুষ স্বাধীন ভাবে ধর্মকর্ম করতে পারবেনা ধর্ম নিয়ে কথা বল্লেই জঙ্গি বলা হবে এটাতো স্বাধীনতা নয়।

আমরা এই দেশের শান্তি  দেখতে চাই। সূখি দেখতে চাই। তিনি আরো বলেন- হত্যা নির্যাতন গুম মামলা হামলা দিয়ে জাতীয়তাবাদী চেতনাকে দমিয়ে রাখা যাবে না।

বর্তমান সরকারের নির্যাতনের মাত্রা আরো বেশি বেড়ে গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে নিজেরা গাঁ বাচাতে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাও ইউনিয়নে বিএনপি ও সহযোগী দলের নেতা কর্মী এবং মুরব্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক  মুরাদ হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামাল নূরুল হুদা, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া, মাজহারুল ইসলাম ডালিম (সাবেক চেয়ারম্যান), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,জেলা বিএনপির সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আইয়ূব আলী সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সুমন, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ।

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এহতেশামূল হক সবুজ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স, জেলা ছাত্রদলের মানবাধীকার বিষয়ক সম্পাদক দূলাল রেজা, এ এম দিলওয়ার, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, সাবেক মেম্বার আব্দুল মালিক, সিদ্দিকুর রহমান সায়েম মেম্বার, মখলিছুর রহমান, মুরব্বী মজমিল মিয়া, হাজী উস্তার আলী, যুবদল নেতা আঙ্গুর আলম, জৈন উদ্দিন, মাসুদ আলী মাসুম, আফজল হোসাইন, সাজন আহমদ, আহমদ লিটন, তাইফুল আলম পাবেল, সামসুদ্দুহা ফেরদৌস, আশরাফুল খান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30