শিরোনামঃ-

» মাছিমপুরের প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজসেবী আলহাজ্ব রহমত উল্লাহ’র মৃত্যু

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ নগরীর মাছিমপুর নিবাসী, মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক সভাপতি, সিলেট জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেনের পিতা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী বর্ষীয়ান সমাজসেবী ও প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মো. রহমত উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না ……….রাজিউন)।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ২ স্ত্রী, ৯ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও শুভাকাংখি রেখে গেছেন।

এর পূর্বে মরহুমের ২ পুত্র ও ১ কন্যা মারা যান। মরহুমের নামাযে জানাযা আজ মঙ্গলবার রাত ৯টায় মাছিমপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মরহুমের পুত্র হাজী মো. দেলোয়ার হোসেন, হাজী মো. মকবুল হোসেন, হাজী মো. আলম হোসেন, হাজী মো. আখতার হোসেন, হাজী মো. আতিক হোসেন, হাজী মো. জুবের হোসেন, হাজী খালেদ হোসেন, শাহেদ হোসেন, কবির হোসেন তাদের পিতার নামাযে জানাযায় উপস্থিতি সহ তাঁর রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

তাদের পারিবারিক সূত্রে জানা যায়- মৃত্যুর পূর্ব পর্যন্ত অত্যন্ত স্বাভাবিক ও প্রাণবন্ত জীবনযাপন করে যান আলহাজ্ব রহমত উল্লাহ। তিনি মাত্র ১দিন আগেও পৃথিবী থেকে একদিন চলে যেতে হয় বলে পুত্র-কন্যা সহ আত্মীয় স্বজনকে শান্তনা দিয়ে যান।

তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত সদালাপী, অমায়িক ও ন্যায় পরায়ন ব্যক্তি ছিলেন। এদিকে তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সিলেটের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাকে একনজর দেখার জন্য মাছিমপুরস্থ তাঁর বাড়িতে ভীড় জমান। তাছাড়া বিভিন্ন মহলের পক্ষ থেকে আলহাজ্ব রহমত উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক সভাপতি হাজী দেলোয়ার হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930