শিরোনামঃ-

» শ্রমিকদের ৬ দফা দাবী বাস্তবায়ন না হলে ১০ ডিসেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ পরিবহণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের উপর সন্ত্রাসী হামলা ও ৬ দফা দাবির আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এক প্রতিবাদ সভা ও বিশাল মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

সিলেট বিভাগ শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব জমির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব কামাল আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক পলক আহমদ চৌধুরী, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয় এর সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি সালাম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন হিরা, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, কার্যকরী সভাপতি সুন্দর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বি-১৪১৮ এর কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছীর আলী।

এসময় বক্তারা বলেন- আগামী ৯ ডিসেম্বর বর্ণিত ৬ দফা দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান। তা না হলে ১০ ডিসেম্বর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালিত হবে। শ্রমিকলীগ নামধারী প্রকৌশলী এজাজুল হক এজাজের নেতৃত্বে বিভিন্ন সময়ে পরিবহণ শ্রমিকদের উপর হামলা করা হয়। হামলায় পরিবহণ শ্রমিকরা অনেক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। এজাজুল হক এজাজ শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ নানা অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছে। এরই প্রেক্ষিতে শ্রমিক পরিবহণ সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে হল- বীর মুক্তিযোদ্ধ সেলিম আহমদ ফলিকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে সিলেট শহর সিএনজি স্ট্যান্ড দখলকারীদের ও চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে, শ্রমিকলীগ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজকে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। দক্ষিণ সুরমা থানার মামলা নং- ১৫/২০১৭, তারিখ ২২/১০/২০১৭ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এসএমপি কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনকে প্রত্যাহার করতে হবে, সিলেটের বিশ্বনাথ থানার কর্মরত টিআই মুকিতকে প্রত্যাহার করতে হবে। হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে। সিলেট মহানগরে হকার উচ্ছেদের নামে শ্রমিক নেতাদের বিরুদ্ধে ৩৮৫, ৩৫৩ ধারায় দাখিলকৃত অভিযোগ প্রত্যাহার করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930