শিরোনামঃ-

» যুক্তরাষ্ট্রে সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে জাতীয় নেতা, উপ-মহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও সংবিধান প্রণেতা বাবু সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে বসবাসরত দিরাই শাল্লা বাসীর উদ্যোগে সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে নিউ ইয়র্কের ব্রঙ্কসে আল আকসা রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার ও আবু সালেহ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- রুহেল চৌধুরী, বাদল শহীদ চৌধুরী, মোতাহার হোসেন রুবেল, আল আমিন, কাওছার আহমদ (রিপন), রেহান মিয়া, মামুনুর রশিদ, আল আমিন প্রমুখ।

তোফায়েল চৌধুরী তার বক্তব্যে বলেন- সুরঞ্জিত সেন গুপ্ত শুধু আমাদের সিলেটের সম্পদ ছিলেন না, তিনি ছিলেন বাঙ্গালী জাতির সম্পদ। তাঁর অভাব আজকে বাঙ্গালী জাতি অনুভব করছে। আর আমরা সিলেটবাসী হারালাম আমাদের শেষ অভিভাবককে।

তিনি আরও বলেন- সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন একজন আপাদমস্তক অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন এক ধ্রুব তারা। সুতরাং বাংলাদেশের ইতিহাসে সুরঞ্জিত সেন গুপ্তের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সভায় সর্বসম্মতিক্রমে, রুহেল চৌধুরীকে আহবায়ক ও সুব্রত তালুকদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেনঃ-

যুগ্ম-আহবায়ক আবু সালেহ চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব তহুর আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক বাদল শহীদ চৌধুরী ও সহ-অর্থ সম্পাদক আবুল হোসেন।

সদস্যবৃন্দঃ মোতাহার হোসেন রুবেল, আল আমিন, কাওছার আহমদ (রিপন), মামুনূর রশিদ, মজিব চৌধুরী, রেহান মিয়া, রিটন রায় (লিটন), চান মিয়া, নৃপতি রায়।

তাছাড়া ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারী রবিবার সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নিউ ইয়র্কে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রবাসের সবাই আমন্ত্রিত।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930