শিরোনামঃ-

» জৈন্তাপুরে শ্রীপুরের ঘটনায় নিহত হুসন আহমদের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০১৭ | বুধবার

জৈন্তাপুর থেকে শোয়েব উদ্দিনঃ জৈন্তাপুরে শ্রীপুর পাথর কোয়ারী দখলকে কেন্দ্র করে আ.লীগের ২ গ্র“পের হামলার ঘটনায় নিহত হুসন আহমদের দাফন সম্পন্ন। হামলার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েক জনকে আটক করে থানা পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি।

সোমবার (৪ ডিসেম্বর)  বাদ আছর মহাইল মাদ্রাসা মাঠে নিহত হুসন আহমদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক জেলাছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ, সমাজসেবী ফখরুল ইসলাম সহ জৈন্তাপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধীক ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজে জানাজায় অংশগ্রহন করেন।

অপরদিকে ৩ ডিসেম্বরের শ্রীপুর পাথর কোয়ারী নিয়ে সংঘর্ষের ঘটনায় এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, তবে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ড এস আই ইন্দ্রনীল ভট্টাচার্জ জানান মামলা ১৪৪ ধারা ভঙ্গ করার দায়ে ঘটনার দিন রাত হতে উপজেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে সন্দেহ ভাজন হিসাবে আটক করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930