শিরোনামঃ-

» সিলেটে পরিবহণ শ্রমিক নেতাদের উপর হামলা; আহত ১, আটক ১

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ সিলেটে আবারো পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দের উপর হামলার ঘটনা ঘটেছে। এবার সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি. নং ২১৫৯ এর  সভাপতি মো. দিলু মিয়া এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুরের উপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৬-৭ জন সন্ত্রাসী এ হামলা চালায়। এ সয়য় হামলায় শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা মোগলাবাজার উপ-কমিটির সভাপতি কাওছার আহমদ আহত হন।

এ সময় সাধারণ শ্রমিকদের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে গেলেও নাজিম উদ্দিন (৩৫) নামক একজনকে পাকড়াও করে পুলিশে দিয়েছেন শ্রমিকরা।

আটক নাজিম উদ্দিন জৈন্তাপুর উপজেলার খোয়াইঘরের ফখর উদ্দিনের ছেলে। ঘটনার পর দক্ষিণ সুরমা থানার এসআই আমিরসহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ বলেন- বেশ কিছু দিন থেকে কিছু সন্ত্রাসী চক্র পরিবহণ সেক্টরকে নেতৃত্বশূন্য করনে শ্রমিক নেতাদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে আসছে।

বিশেষ করে বিভিন্ন সময়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতিকে প্রাণে হত্যার উদ্যেশ্যে হামলা চালিয়ে আসছে।

এ ধরনের হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী করেন শ্রমিক নেতারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930