শিরোনামঃ-

» শ্রীপুর কোয়ারিতে হত্যা লিয়াকত আলীকে প্রধান আসামি করে মামলা

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সম্পাদক লিয়াকত আলীকে প্রধান আসামি করে ৭৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শ্রীপুর পাথর কোয়ারির দখল নিয়ে রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি কামাল আহমদের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

সংঘর্ষে দু-পক্ষের অন্তত ৩০-৩৫ জন আহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাত্মক আহত হুসেন আহমদ (৩৫) মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ভাই আমিন আহমদ বাদি হয়ে বুধবার জৈন্তাপুর মডেল থানায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীকে প্রধান আসামি করে ৭৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীরা হলো- সাইফুল ইসলাম বাবু, আব্দুল কাইয়ুম, মাইজুল ইসলাম, তোফায়েল আহমদ শাহিন, ইন্তাজ আলী, ফাহাদ বিন মুন্না, আব্দুর রাজ্জাক রাজা, ইউসুফ আলী মেম্বার, নজরুল ইসলাম, মো. হুসাইন আহমদ ওরফে হুসেন আহমদ, কুতুব উদ্দিন, আব্দুল জব্বার, হেলাল আহমদ, ফয়েজ আহমদ বাবর, মাহমুদ আলী, সাইফুল আলম, সাইফুল হক, নুরুদ্দিন মড়া, মনসুর আহমদ কয়েছ, মুসলিম আলী, আব্দুল মালেক, বিলাল আহমদ, রাজু সিং, আব্দুল খালিক, নজরুল ইসলাম, মানিক মিয়া, সুহেল আহমদ, শামীম আহমদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সত্তার, ইসমাইল আলী, শামছুল ইসলাম, ইমরান আহমদ দুলাল, তানভির, মো. মতিন মিয়া, নাঈম আহমদ, আজির উদ্দিন কালাই, আব্দুল জলিল, শাহীন আহমদ, শামীম আহমদ, রজব আলী, আব্দুস শুকুর, আব্দুস সাত্তার, আতাউর রহমান, নজরুল ইসলাম, সফিক আহমদ, শিপন আহমদ, জিয়া উদ্দিন, আব্দুল্লা আল নোমান, আব্দুস সামাদ, হাজী মোস্তাক আহমদ চৌধুরী, আব্দুল হাসেম, আব্দুল করিম, সাইদুল, মো. রাজা, নুরুল ইসলাম, বদরুল ইসলাম, হুসাইন আহমদ, ফখরুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল কুদ্দুছ, পলাশ, ইউসুফ, মাহমুদুল হাসান, আলীম উদ্দিন, নুরুল ইসলাম মড়াই, আব্দুল জলিল, আব্বাস উদ্দিন, তাজ উদ্দিন, সুহেল রানা, জহিরুল ইসলাম, তাহের মিয়া, হোসেন আহমদ উরফে টাটা হোসেন, রুবেল মোল্লা, ইমাম উদ্দিন, নরেন্দ্র কুমার উরফে সুলাল চৌধুরী সহ অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জন।

এ দিকে ঘটনার পর হতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে এজাহার নামীয় ৩ আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করে।

এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামিরা হলেন- হোসেন আহমদ, রাজু সিং, আব্দুল মতিন উরফে বাঘের ডিম মতিন। সন্দেহভাজন গ্রেফতারকৃত আসামীরা হল আব্দুস ছামাদ, সোহাগ মিয়া, রুকন মিয়া, আব্দুস শুকুর, জাহাঙ্গীর আলম, শামীম মিয়া।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মো. মাইনুল জাকির বলেন- নিহতের ভাই আমিন আহমদ বাদি হয়ে অভিযোগ দায়ের করলে অভিযোগটি মামলা হিসাবে রের্কড করা হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের সাড়াশী অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর সকাল ১১টায় শ্রীপুর (শ্রীপুর, আসামপাড়া, কড়মপুর) পাথর কোয়ারি দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ সাধারণ- সম্পাদক লিয়াকত আলীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি কামাল আহমদ গ্রুপের উপর হামলা চালানো হয়।

সংঘর্ষের ঘটনায় কামাল আহমদ গ্রুপের সদস্য উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, হুসন আহমদ, নজরুল মিয়া, অহিদ মিয়া, আব্বাস মিয়া, আমিন আহমদ, কালা মিয়া, দেলোয়ার, আব্দুর রশিদ, গোপাল, মোস্তাক আহমদ, সালেহ আহমদ, আমিন উদ্দিন, মোহন মিয়া, তাজ উদ্দিন, আব্দুল খালেক, জমশেদ মিয়া, আব্দুর রহিম, আকবর আলী, আব্দুস শুকুর, বাহার, আখলাকুল আম্বিয়া, সাজিদুর রহমান, নুর উদ্দিন, আব্দুন নুর সহ প্রায় ৩০-৩৫জন আহত হন।

এদের মধ্যে গুরুতর ৬ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মর্তুজ আলীর ছেলে প্রবাসী হুসেন আহমদ (৩৫) নিহত হন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930