শিরোনামঃ-

» কাজের মাধ্যমে মানুষ বন্ধু-শত্রুতে পরিনত হয় ; সেমিনারে ইসকন জি বি সি চেয়ারম্যান

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ ইসকন জি.বি.সি চেয়ারম্যান শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ বলেছেন- স্বভাবতই কেউ আমাদের বন্ধু বা শত্রু নয়, কাজের মাধ্যমে মানুষ একে অপরের বন্ধু-শত্রুতে পরিনত হয়। কখনো শত্রু বন্ধুু হয়ে যায় আবার বন্ধু শত্রু হয়ে যায়।

তিনি বুধবার (৬ ডিসেম্বর) নগরীর যুগলটিলা ইসকন মন্দিরে আয়োজিত শ্রীমদ্ভাগবতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও ইসকন সিলেটের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি দাস ব্রহ্মচারির পরিচালনায় সেমিনারে ইসকন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সেমিনার ছাড়াও বুধবার বিভিন্ন অনুষ্টান পরিচালিত হয়। এছাড়া বুধবার সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ইসকন মন্দিরের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন।

প্রসঙ্গত, ইসকন জি বি সি চেয়ারম্যান শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ মঙ্গলবার সিলেট এসেছেন। ওইদিন দুপুর ১টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌছলে তাকে অভ্যর্থনা জানান সিলেটের ইসকন ভক্তরা।

পরে তাকে মোটর শোভাযাত্রা করে থেকে নগরীর সুবিদবাজারের এক্সেল  টাওয়ারে নিয়ে যাওয়া হয়। তার আগমন উপলক্ষ্যে দুই দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার সকালে শ্রীমদ্ভাগবতীয় সেমিনার প্রদান করার পর চট্রগ্রামে এক সম্মেলনে যোগদান করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930