শিরোনামঃ-

» বেগম রোকেয়া পদক পেলেন দেশের ৫ বিশিষ্ট নারী ব্যক্তিত্ব

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এ বছরের বেগম রোকেয়া পদক পেয়েছেন দেশের স্বনামধন্য ৫ জন নারী। শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারাণী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, চিকিৎসক সুরাইয়া বেগম এবং সাংবাদিক (মরণোত্তর) মাহফুজা খাতুন (বেবী মওদুদ)।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়ার অনুপ্রেরণা নিয়েই সরকার পরিচালনা করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন- বেগম রোকেয়া আমাদের (নারীদের) জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচন করে দিয়েছিলেন। তার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর ৯ ডিসেম্বর সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30