শিরোনামঃ-

» নগরীতে স’ মিল শ্রমিক সংঘের সমাবেশ শ্রমিকদের মূল্যায়ন না করলে সভ্যতা গড়ে উঠবে না

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ রুশ বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষ্যে স’ মিল শ্রমিক সংঘের লাল পতাকা র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা অনুষ্ঠিত হয়।

স’ মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আয়ুবুর রহমানের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক রুহুল আমীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খলিলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাস চম্পু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিলেট জেলা শাখার সহ সভাপতি এ কে আজাদ সরকার, মালনীচড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মহাত্তম কুর্মী, বারকি শ্রমিক ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নাসির মিয়া।

উপস্থিত ছিলেন- মো. নূর মিয়া, রিপন ভট্রাচার্য, ইজ্জত আলী, নুরুল ইসলাম নানকার, দুলাল মিয়া, জাহাঙ্গীর আলম, আখলু মিয়া, আব্দুস সালাম, কয়েস আহমদ, সাকিব মিয়া, জাকির হোসেন, মহিদুল ইসলাম, রমজান আলী পটু, আনসার আলী, ঈমান আলী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খলিলুর রহমান বলেন- মানুষের অগ্রতায় শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের বিভিন্নভাবে শোষন করা হচ্ছে।

সরকারি কর্মকর্তা কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়লেও শ্রমিকদের বঞ্চিত করা হয়। শ্রমিকদের যথাযত মূল্যায়ন করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930