শিরোনামঃ-

» আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৭ | বুধবার

সিলট বাংলা নিউজ ডেস্কঃ আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরি, ৩০ ডিসেম্বর শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।
বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২০ ডিসেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মসচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ওয়াকফ উপপ্রশাসক দেওয়ান মো. আব্দুস সামাদ।
বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এস এস ও আবদুল্লাহ ইউসুফ ইমাম, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30