শিরোনামঃ-

» চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে নাফিসা কাউলিন সিগমার জন্মদিন পালন

প্রকাশিত: ২১. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থী নাফিসা কাউলিন সিগমার জন্মদিন পালন করলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সিলেট জেলা স্টেডিয়ামের ভেতরে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আন্তজাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন, সিলেট জেলা উশু এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা মোছা. নাজমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- বদরুজ্জামান রাজু, তানভীর চৌধুরী, মো. আরিফ উদ্দিন (ওলি), এমদাদুল হক, নুরুল ইসলাম, তামিম আহমদ, ইমন আহমদ, রাজন তালুকদার, শাহরিয়ার, হৃদয়, সামিয়া, শান্তা, দিপ্তি, ইমু আক্তার, সৌগত, সুপ্রিয়, বিকাশ, শুভ চন্দ্র নাথ, আবু মুকাম্মিল সাইফ, ফাহিমা বেগম, তামান্না আক্তার রিয়া, শ্রেয়া, অদিতি, আজিজ, সাজ্জাদ, ইমু, শাহান, খালেদ আহমদ প্রমুখ।

চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আন্তজাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাও যুব সমাজ যারযার নির্দিষ্ট কর্মে নবউদ্দীপনায় ।

কবির ভাষায় – এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তুপ পিটে চলে যেতে হবে আমাদের চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষন দেহে আছে প্রান, প্রান পনে পৃথিবীতে সরাব জঞ্জাল।

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে করে যাবে আর্শিবাদ তারপর হব ইতিহাস।

চাইনিজ উশু ফাইটার স্কুলের পক্ষ থেকে দীর্ঘায়ূ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930