শিরোনামঃ-

» আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে : এড. রঞ্জিত সরকার

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ- ১ আসনের মধ্যনগর থানা সদর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের চৌরাস্তা, বংশীকুন্ডা বাজার, মহিষখলা বাজার, তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের ধীরেন্দ্র নগর বাজার, লাকমা বাজার, বড়ছড়া বাজার, উত্তর বড়দল ইউনিয়নের, চানাপুর বাজার, বড়ছড়া বাজার, উত্তর বড়দল ইউনিয়ন বাজার, শান্তিগঞ্জ ও চানপুর বাজারে শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ করেন- সুনামগঞ্জ- ১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।

গণসংযোগকালে তিনি বলেন- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে চলছে।

উন্নয়নের কারণেই দেশ আজ খাদ্য আমদানির দেশ নয়, খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে। যার কারণে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুও করা সম্ভব হচ্ছে।

কিন্তু একটি মহল শেখ হাসিনার এই উন্নয়নের ধারাবাহিকতাকে নস্যাৎ করতে অপচেষ্টা চালাচ্ছে। সরকার বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামীলীগের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে হবে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

উত্তর বড়দল আওয়ামীলীগের সাবেক সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা শাহানাজুল শিকদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন- তাহিরপুর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের তথ্য প্রযুক্তি সম্পাদক সুব্রত সামন্ত সরকার, উপস্বাস্থ্য সম্পাদক রুকন উদ্দিন, মধ্যনগর থানা আওয়ামীলীগের সদস্য আলী আহমেদ, বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শৈলেন সরকার, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শুষেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বীপক, মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জল মিয়া, যুবলীগ নেতা হুমায়ূন কবির, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন, তাহিরপুর উপজেলা সৈনিকলীগের সভাপতি আলম জিসানী সুহেল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930