শিরোনামঃ-

» ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের স্মারকলিপি

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০১৮ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে সিলেট সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উৎপল সামান্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এর নেতৃবৃন্দ।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় চৌহাট্টাস্থ কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এর সভাপতি ইফতেখার আহমদ সুহেল, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সহ সভাপতি  গোলাম মোস্তফা, সাধারণ  সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক পলক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, দফতর সম্পাদক আফজল আহমদ চৌধুরী, সদস্য নুর আহমদ খান সাদেক, সাব্বির ফয়েজ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর  সভাপতি দিলু মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা বরাদ্দের এক বছর পেরিয়ে গেলেও, আজও শুরু হয়নি সিলেট-ভোলাগঞ্জ সড়কের সংস্কার কাজ। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন পুরোপুরি যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না করায় ৩৭ কিলোমিটার সড়কের পুরোপুরি পুকুরের মতো বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তিন উপজেলার জনসাধারণ।

সিলেট-ভোলাগঞ্জ ৩৭ কিলোমিটার সড়কের পুরোটাতেই বিশাল বিশাল গর্ত। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেক আগেই যাত্রীসেবা বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। অল্প সংখ্যক সিএনজি অটোরিক্সা চললেও গর্তে পড়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, রাস্তার বেহাল দশার মধ্যে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়।

আর ব্যবসায়ীদের ক্ষতির সীমা নেই। তাছাড়া রাস্তা ভাংচুর হওয়ায় এখানে ডাকাতির সংখ্যা বেড়ে গেছে। রাস্তার ট্রাক সহ অন্যান্য যানবাহনগুলোকে আটকিয়ে হুমকি দিয়ে টাকা আত্মসাৎ সহ নানা ধরণের অপকর্ম ঘটে থাকে। সম্প্রতি সবচেয়ে বড় ডাকাতিগুলো এই রাস্তাতেই হয়েছে বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপির গ্রহণ শেষে সিলেট সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উৎপল সামান্তা উপরোক্ত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে। পরবর্তী ২ মাসের রাস্তা পুরোপুরি কাজ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30