শিরোনামঃ-

» বালাগঞ্জ ওসমানীনগরে দুই দিনে পরপর ডাকাতি; আহত ২, জনমনে আতংক!

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

বালাগঞ্জ প্রতিনিধি মোমিন মিয়াঃ বালাগঞ্জ ও ওসমানীনগর দুই উপজেলায় পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই জন।
বালাগঞ্জে উপজেলা সদরে সোমবার (৮ জানুয়ারি) নবীনগরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্নালকার ৮টি মোবাইল ফোন ও নগদ প্রায় ২৬ হাজার টাকা লোটকরে পালিয়ে যায়।
এ ঘটনা ঘটে রাত আনুমানিক ২ টার সময় ডাকাতদল মুখোশ পরিহিত অবস্থায় ঘরের গেইট কেটে দরজা ভেঙ্গে সুমন মিয়ার বাড়িতে এ ডাকাতি করেছে বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়।
খবর পেয়ে বালাগঞ্জ ডাকাতির স্থানটি পরিদর্শন করেছেন সিলেটে সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, ওসি তদন্ত আবুল বাশার বদরুজ্জামান সহ পুলিশ দল। এদিকে পরিবারের পক্ষ থেকে সুমন মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনা স্থলটি পরিদর্শন করেছি। বিষয়টি গুরত্বের সাথে তদন্ত করছি।
এদিকে ওসমানীনগরেও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত মঙ্গলবার (৯ জানুয়ারি ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উছমানপুর গ্রামের হাফিজ সৈয়দ শাহজাহান মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনর্চার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা। পরপর এ ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930