শিরোনামঃ-

» মাসুকগঞ্জ বাজার পশ্চিম দর্শায় আজিজুন্নেছা জেনারেল হাসপাতালের উদ্বোধন

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারের পশ্চিম দর্শায় শামছুদ্দিন-তামান্না ফাউন্ডেশনের একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান আজিজুন্নেছা জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ২ টায় এ হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম-সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, হাসপাতালের প্রতিষ্ঠানতা ও চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন চৌধুরী,  হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জুবায়ের আহমদ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. আজিজুর রহমান, প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদ, প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী, মাহবুবুজ্জামান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা ভাইস চেয়াম্যান মো. জৈন উদ্দিন, সিলকো ফার্মাসিউটিক্যাল লিঃ এর এমডি ডা. বদরুল হক রোকন, ডা. তাইফুর রহিম, পেট্রোল পাম্প অনার এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সিএনজি স্টেশনের সেক্রেটারী আমিরুজ্জামান চৌধুরী, টেঙ্ক লরী এসোসিয়েশনের সভাপতি হুমায়ূন আহমদ, ডা. আব্দুর রকিব, ডা. রুবেল আহমদ, ডা. নাজমুস সাকিব, ডা. প্রিয়াঙ্কা চক্রবর্তী, ডিরেক্টর এডমিন ডা. ইয়াজদান রেজা চৌধুরী, ডা. নিজাম জাহিদ, ডা. হুমায়ূন, ডা. জাকির, ডা. মিজান, ডা. মইনুল, ডা. জাকিয়া, ডা. রুপা, ডা. শফিকুল ইসলাম তালুকদার, ডা. খোকন, ডা. শুভ্র, প্রবাসী আব্দুল কাদির, মুরব্বী আব্দুল মতিন, টেঙ্ক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি চেরাগ আলী, সেক্রেটারী রিপন আহমদ, প্রজেক্ট ডিরেক্টর সাদ খান, ইউ/পি সদস্য আব্দুল জাহির, দূলাল মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, আওয়ামীলীগনেতা সামসুল হক, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আমিন আহমদ, যুবনেতা সুলেমান খান, শুয়েব খান, ছাত্রলীগ নেতা খলিল আহমদ, জাহাঙ্গীর আহমদ, আনছার মিয়া, পাবেল, সোহেল আহমদ, তুরন আহমদ, মুন্না, জাকারিয়া প্রমূখ।

উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগাহ হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদের ইমাম মাওলানা হুজাইফা হোসেন চৌধুরী।

উল্লেখ্য, আজিজুন্নেছা জেনারেল হাসপাতাল অত্র এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে।

এ হাসপাতালে যে সমস্ত সেবা পাওয়া যাবে তা হলো পুরুষ মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত আউটডোর বিভাগ, জরুরী চিকিৎসা সেবা, এ্যাম্বুলেন্স সার্ভিস, ইসিজি, ব্লাড সুগার ও নেবুলাইজেশন।

এছাড়াও শীঘ্রই চালু হচ্ছে এক্স-রে, প্যাথলজী, ১০০ শয্যা বিশিষ্ট ইনডোর ওয়ার্ড, স্বাভাবিক প্রসব সেবা, আল্ট্রাসনোগ্রাফি, সিজারিয়ান অপারেশন।

বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী দেখা হবে এবং ইমারজেন্সি বিভাগ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930