শিরোনামঃ-

» চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ান হাওরকন্যা ঐশী!

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০১৮ | সোমবার

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ ফিজ আপ -চ্যানেল আই সেরাকণ্ঠ- ২০১৭ আসরে যৌথভাবে চ্যাম্পিয়ান হয়েছেন সুনামগঞ্জের হাওরকন্যা খ্যাত রাকিবা ইসলাম ঐশী।
রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় থাইল্যান্ডের পাঁচ তারকা হোটেল চাত্রিয়ামে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
ঐশীর সঙ্গে যুগ্মভাবে সেরা হয়েছেন ঢাকার সুমনা। এছাড়াও ২য় রানারআপ হয়েছেন তৃষা, ৩য় রানার আপ নান্নু। হাওরকন্যা ঐশী চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ এ চ্যাম্পিয়ান হওয়ার খবরে আনন্দে আত্মহারা সুনামগঞ্জের সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দশের লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, অনিসা, তিন্নি, মৌমিতা, দোলা ও অপল। সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে ছিলেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা ও মিতালী মুখার্জি।

ইজাজ খান স্বপনের পরিচালনায় ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর উপস্থাপনায় ছিলেন মারিয়া নূর।

রাকিবা ইসলাম ঐশী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাটের মো. রফিকুল ইসলাম ও আতিফা ইসলাম সাথীর একমাত্র মেয়ে এবং এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরীর স্ত্রী। বর্তমানে তারা সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
ঐশী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সুনামগঞ্জের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের প্রিয়মুখ তিনি।

রাকিবা ইসলাম ঐশীর স্বামী সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী যুগান্তরকে বলেন, আল্লাহর অশেষ কৃপায়, মানুষের দোয়া ও ভালবাসায় এবং ঐশীর নিজ প্রতিভাগুণে চ্যানেল আই সেরা কণ্ঠ-২০১৭ এর যৌথভাবে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব ঐশীর নামের পাশে সুনামগঞ্জের হাওর কন্যা লিখবেন’। সুনামগঞ্জের হাওরকন্যা হিসেবে ঐশী এবারের ফিজ আপ চ্যানেল আই সেরাকন্ঠের প্রতিযোগীতায় পরিচিতি লাভ করেছে। তিনি ঐশীর পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তার জন্যে সবার দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30