শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর আগমণকে স্বাগত জানিয়ে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভা

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর আগমণকে স্বাগত জানিয়ে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর এক বিশেষ সভা মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্টেশন রোডস্থ জেলা কার্যালয় অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, কার্যকরি সভাপতি সুন্দর আলী খাঁন, সহ-সভাপতি মানিক খাঁন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, কল্যাণ সম্পাদক আবুল খাঁন, সদস্য মাসুক মিয়া, চুনু মিয়া, কুনু মিয়া।

এছাড়াও উপ-কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- আম্বরখানা সালুটিকর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৌলভীবাজার লাইন শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলতাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, উপশহর শাখার নেতা অনুর চৌধুরী, বিশ্বনাথ দক্ষিণপার শাখার নেতা ফিরোজ মিয়া, বিয়ানীবাজার শাখার সম্পাদক আলা উদ্দিন, গাছবাড়ি শাখার সভাপতি আতাউর রহমান, বাদাঘাট শাখার সম্পাদক সেলিম আহমদ, দরবস্ত শাখার সভাপতি জয়নুল আবেদীন, কানাইঘাট শাখার নেতা ফিরোজ মিয়া, বিয়ানীবাজার দক্ষিণ শাখার সম্পাদক আমান ফারুকী, শ্রমিক নেতা মিফতা মিয়া, মুক্তিযোদ্ধা শাখার শ্রমিক নেতা সামসুল হক সামছু, দয়ামীর শাখার সম্পাদক মকবুল, সিংগের কাচ শাখার সভাপতি সাদ মিয়া, মোগলাবাজর শাখার সম্পাদক সেবুল মিয়া, গোয়াইনঘাট শাখার সভাপতি জিলু মিয়া, হেলেনা শাখার সম্পাদক সঞ্জিত প্রমুখ।

এছাড়াও সকল উপকমিটির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৩০ জানুয়ারি দেশনেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আগমন উপলক্ষ্যে সভায় সকল উপ-পরিষদকে সক্রিয় ভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সভাকে সফল করে তুলার লক্ষ্যে সকল শ্রমিকদেরকে যার যার অবস্থান থেকে ব্যানার, ফেষ্টুন ও লোকবলের জনসমুদ্রে পরিণত করার জন্য অনুরোধ করা হয়।

পাশাপাশি সাধারণ পরিবহণ শ্রমিকদেরকে মিথ্যা মামলা, হামলা, চালিয়ে তাদের ক্ষয়ক্ষতির সাধন করছে একটি মহল শুধু তাই নয় বিভিন্ন স্ট্যান্ডের জোরপূর্বকভাবে চাঁদা আদায়ের লক্ষ্যে স্ট্যান্ড দখলবাজি সহ নানা রকম হয়রানিকারী করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30