শিরোনামঃ-

» দি আইডিয়াল এডুকেটেড সোসাইটি কর্তৃক ৩য় মেধা বৃত্তি প্রদান সম্পন্ন

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০১৮ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ উত্তর সদরের শিক্ষা উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত ‘দি আইডিয়াল এডুকেটেড সোসাইটি’র উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলাস্থ রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানূর।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী ও ২নং হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি জমির উদ্দীন, রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা শেহাবুল হক শরীফ।

সোসাইটির সভাপতি ও রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হুদা জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অধ্যক্ষ সুজাত আলী রফিক শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন- বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। সরকার প্রদত্ত এই সুযোগকে কাজে লাগিয়ে বর্তমান প্রজন্মকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে আসা দরকার। কারণ শিক্ষা হচ্ছে বর্তমান সময়ে দেশ ও জাতির উন্নয়নের একমাত্র হাতিয়ার।

বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন- উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসহুদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ফারুক আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক সাইফুল ইসলাম, নলকট মোহাম্মদীয়া লতিফিয়া সমাজ কল্যাণ সংস্হার সহ-সভাপতি আব্দুল মন্নান, কুতুব আল ফরহাদ, রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসার শিক্ষক ফয়সল আহমদ, হাফিজ রুহুল আমিন, হাফিজ গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, মাহবুব আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে জালাল আহমদ, ইসলামী সংগিত পরিবেশন করেন হাসনা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন- দি আইডিয়াল এডুকেটেড সোসাইটির সহ সভাপতি ডা. জুবায়ের আহমদ।

উপস্হিত ছিলেন- সংস্থার সদস্য কামরুল হাসান,আলী আমজদ, শাহ আলম, সিদ্দিকুর রহমান, লুৎফুর রহমান পরে অতিথিবৃন্দ মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার লাভ করেছে আল মিনা একাডেমীর শিক্ষার্থী শাহিন সরোয়ার রিমা।

২য় পুরস্কার লাভ করেছে উমাইর গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আহমদ। ৩য় পুরস্কার লাভ করেছে আল হিকমা তা’লিমুল কোরআন একাডেমীর শিক্ষার্থী সুমা আক্তার।

এছাড়া সাধারণ গ্রেডে আরও ৩০ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ শে অক্টোবর ২০১৭ তারিখে ৩য় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30