শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী সিলেট আগমন উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদের ৫ দফা দাবী নিয়ে মানববন্ধন

প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট আগমন উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদের ৫ দফা দাবী বাস্তবায়নে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান লায়েক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ আহমদ রিপন, যুগ্ম-সাধারন সম্পাদক খোকন আহমদ খোকা, অপু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এস এই শিপলু, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য প্রযুক্তি সম্পাদক তুষার সরকার, সিলেট জেলা আহবায়ক এস এস পলাশ, যুগ্ম-আহবায়ক হাছান আহমদ, মুকিত রহমান, মহানগর সদস্য রুমন আহমদ, মান্না আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- আমাদের ৫ দফা দাবী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর সিলেট জনসভায় ঘোষনা করার জন্য আহবান জানান। ৫ দফা দাবীর হলো ১, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্টীয় ভাবে পালনের উদ্যোগ নেওয়া ২, পাঠ্যপুস্তকে জেনারেল ওসমানীর বীরত্ব গাঁথা জীবনী অন্তর্ভূক্ত করা ৩, জেনারেল ওসমানীর বঙ্গবীর উপাধী রাষ্টীয়ভাবে অন্তর্ভূক্ত করা এবং এই উপাধী যাতে কেউ ব্যবহার না করতে পারে সেজন্য আইনী পদক্ষেপ নেওয়া ৪, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে জেনারেল ওসমানীর ভাস্কর্য্য স্থাপন করা ৫, সিলেটের দক্ষিণ সুরমা তেতলী ইউনিয়নের সামনে জেনারেল ওসমানীল নামে চত্বর স্থাপন করা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30