শিরোনামঃ-

» বিশ্বনাথ বিডি ২৪ ডটকমের যাত্রা শুরু

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ বিশ্বনাথে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) তজম্মুল আলী রাজু সম্পাদিত বিশ্বনাথ বিডি ২৪ ডটকমের যাত্রা শুরু করেছে। পোর্টালের যাত্রা উপলক্ষে বেলা ২টায় আল-হেরা শপিং সিটির লার্ণিং পয়েন্টের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ বিডি ২৪ ডটকমের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব।

পোর্টালের প্রধান সম্পাদক কবি, কথাশিল্পী সালমান ফরিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেছেন, বস্তুনষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বনাথ বিডি ২৪ ডটকম তার অভিষ্ঠ লক্ষে পৌছবে বলে আমি মনে করি।

তিনি বলেন পোর্টালটিতে অভিজ্ঞ সাংবাদিকেরা আছেন। তাদের লেখনির মাধ্যমে বিশ্বনাথ উপজেলাবাসী উপকৃত হবে এবং উপকার লাভ করবে। এ ক্ষেত্রে অই পোর্টালকে সবার সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির যেমন খারাপ দিক আছে, তেমনি ভাল দিকও আছে। আশা করি ভালোর দিকেই সবসময় বিশ্বনাথ বিডি ২৪ কাজ করবে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈধ্য অপু ও দুরন্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তালহা সুহেব বিন হেলালী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্টালের সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক ও অলংকারী ইউডিসি উদ্যোক্তা সুরমান আলী সুমন ও দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিন।

প্রধান অতিথিকে বিশ্বনাথ বিডি ২৪ ডটকমের পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান পোর্টালের প্রধান সম্পাদক সালমান ফরিদ ও সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামছুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক খালেদউদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ডাইজেষ্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, প্রবীন সংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান মো. মঈনউদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক উত্তর পূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার নেহার রঞ্জন পুরকায়স্থ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমেদ নুরউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক বশির আহমদ, বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিরউদ্দিন, শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম শাকি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফারুক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নুরউদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সদস্য এটিএম আব্বাস, মশিউর রহমান, রুহেলউদ্দিন, নবীন সুহেল, ফজল খান, বদরুল ইসলাম মহসিন, আব্দুল জলিল হিরণ মিয়া মেম্বার, জহুর আলী মেম্বার, আব্দুল মুমিন মামুন মেম্বার, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক আকমল হোসেন শাকুর, আল-ইসলাহ নেতা মাহবুবুল ইসলাম আংগুর মিয়া, সাবেক সভাপতি মাওলানা আকতার আলী, সিলেট জেলা যুবলীগের নেতা মাসুদ আহমদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, মুহাম্মদ আমির আলী, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম, জেলা জমিয়ত নেতা হাসান বিন ফাহিম, পোর্টালের স্টাফ রিপোর্টার চৌধুরী আলী আনহার শাহান সংগঠক মো. হাফিজ খান, বিশ্বনাথ ইউডিসি উদ্যোক্তা শিবু কান্দি দে, বিশ্বনাথ বিডি ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার রাজন মিয়া, সংগঠক রুবেল মিয়া, ব্যবসায়ী সমেরেন্দ্র বৈদ্য সমর বাবু, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, বশিরুজ্জামান, লার্ণিং পয়েন্টের শিক্ষক ছালিক মিয়া, রুজিনা বেগম, লার্ণিং পয়েন্টের এ্যাডমিশন অফিসার বেলায়েত হোসেন বেলাল, আওয়ামীলীগ নেতা আব্দুর রুপ, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মুন্না, ব্যবসায়ী হোসেন মিয়া, পিকে দে পিংকু, ডাক্তার বিভাংশু গুন বিভু, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সুরমান খান, যুবদল নেতা ইসলামউদ্দিন, দিলশাদ মিয়া, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, ছাত্রদল নেতা শাহ আমিরউদ্দিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, ছাত্রদল নেতা কিরণ বৈদ্য, আব্দুল কাইয়ূম, শিমুল মিয়া, হামিদ সিকদার আজিজুল ইসলাম, বিএনপি নেতা ফরিদ মিয়া, সাংবাদিক শাহিন আহমদ, সংগঠক আমিনুর রহমান ছুনু, রেদওয়ান আলী রাজন, সৈকত আলী, রুমান আহমদ জোবেল, মাশুকুর রহমান সিকদার রুকন, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান বাবলু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৪ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031