শিরোনামঃ-

» আজ মঙ্গলবার রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন সুইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে ভয়াবহ হত্যাকান্ডে থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান নেয়া রোহিঙ্গাদের দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে একটি বেসরকারি বিমানে করে তাঁর কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে নেমে তিনি সরাসরি কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। পরে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে আন্তর্জাতিক দাতা সংস্থাসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।
এর আগে রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ৪ দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান সুইস প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। তিনি বাংলাদেশে অবস্থান করা আরাকানিদের জন্য সহায়তাও প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30