শিরোনামঃ-

» ইক্বরা বাংলাদেশ আল-মাদানিয়ার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০১৮ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ শায়খুল ইসলাম হযরত মাদানী (রহ.) এর দৌহিত্র আওলাদে রাসুল (সা.) আল্লামা সায়্যিদ আফফান মনসুরপুরী বলেছেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে কোমলমতী শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইসলামকে সমুন্নত রাখতে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থার বিকল্প নেই।

শহরতলীর শাহী ঈদগাহস্থ ইক্বরা বাংলাদেশ আল-মাদানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  প্রিন্সিপাল মাওলানা মুফতি রশিদ আহমদ।

প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহসিন আহমদ, আলহাজ্ব নোমানী চৌধুরী, মাওলানা আব্দুল আলিম, মো. কবির আহমদ, আওলাদ আলী প্রমুখ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজ মো. আব্দুল মতিন শায়েস্তা মিয়া, হাফিজ মাওলানা আব্দুল হান্নান,  মাওলানা ওমর ফারুক, হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মমশাদ, আমজাদ হোসোইন, মঞ্জুর হোসাইন আরিফ, সিদ্দিকুর রহমান, জিয়া উদ্দিন, সুলতান আহমদ, জুবায়ের হাসান, জিয়াউল ইসলাম।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- কুতুব উদ্দিন, রাকিব গুলজার, সায়িদ আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ, মখলেছুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930