শিরোনামঃ-

» সিলেটে মিনিসো’র যাত্রা শুরু

প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ নগরীর পূর্ব জিন্দাবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো সুপরিচিত জাপানি লাইফস্টাইল ব্র্যান্ড শপ মিনিসো। শনিবার বিকালে করিম টাওয়ারের দ্বিতীয় তলায় সিলেটের প্রথম মিনিসো ফ্লাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন জনপ্রিয় অভিনেত্রী নওশীন। সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন মিনিসো বাংলাদেশ লিমিটেড হাই অফিসিয়াল এক্সিকিউটিভ এলেন লিউ, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট  নিয়াজ আহমেদ হাসিব, পাবলিক রিলেশন অফিসার (পিআরও) সামিয়া রহমান, সিলেট ব্রাঞ্চের ম্যানেজিং পার্টনার লোকমান আহমেদ, সিইও মোয়াম্মির হোসাইন, সিলেট ব্রাঞ্চের পার্টনার বিজিত দেব রয়, সংগীতশিল্পী জন কবীর, জেলা প্রেসক্লাবে সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আফজাল রশিদ চৌধুরী, ঢাকা বনানী শোরুমের ম্যানেজার ইসমাইল হোসেন, গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ নাঈম উদ্দিন।

এলেন লিউ বলেন, মিনিসো’র চমৎকার নকশা এবং সাশ্রয়ী মূল্যের পণ্য বাংলাদেশের বিভিন্ন স্তরের ক্রেতার চাহিদা পূরণ করতে পারবে বলে আশা করছি।

জাপানের ফার্স্ট-ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড হিসেবে মিনিসো’র জন্ম হয় ২০১৩ সালে টোকিওতে। বর্তমানে বিশ্বের ৪১ টি দেশে তিন হাজারের বেশি মিনিসো স্টোর আছে।

ক্রিয়েটিভ হোম-ওয়ার, ব্যাগ, স্পোর্টস, ফিটনেস, আউটডোর অ্যাকসেসরি, গেজেটস, আইসিটি পণ্য, স্বাস্থ্য এবং সৌন্দর্য, স্টেশনারি ও উপহার, খেলনাসহ প্রয়োজনীয় সব কিছুই রয়েছে মিনিসো‘র স্টোরে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30