শিরোনামঃ-

» ফুলতলি সাহেব কিবলা (রহ.), নিজ পরিবারবর্গ ও এলাকার মুরদেগানের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ আলহাজ্ব বশির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জের আমরিয়া এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী দানশীল ও কমিউনিটি নেতা, বশির আহমদ যুগান্তকারী অবদান রেখে চলেছেন।

আমরিয়া এলাকা আজ যে ক’জন মানুষের কর্মতৎপরতার আলোকিত হয়ে উঠছে তার মধ্যে বশির আহমদের নাম প্রথমেই উল্লেখ করতে হয়। এলাকাবাসী এই মহান জনদরদী মানুষকে সংবর্ধনার আয়োজন করলে কিছুটা ঋণ পরিশোধ হতে পারে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে আমরিয়ায় প্রবাসী বশির আহমদের বাড়িতে ফুলতলি সাহেব কিবলা (রহ.), নিজ পরিবারবর্গ ও এলাকার মুরদেগানের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে অতিথিগণ উপরোক্ত বক্তব্য রাখেন।

বিশিষ্ট সমাজসেবী ইফতেখার হোসেন লেচু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সিলেটের সিনিয়র সাংবাদিক দৈনিক জালালাবাদ এর নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, এলাকার সুপরিচিত সাহিত্যিক মোয়াজ্জেম হোসেন ও আলহাজ্ব শামসুন্নাহার।

বেলায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নজমুল হোসেন, জান্নাতুন নাহার জাহানারা, আজমল হোসেন, কবি ইশরাক জাহান জেলী, আশিকুর রহমান, গোলাম জিলানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাতে এর আগে আমরিয়া মাদ্রাসার ৪১তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। মাহফিলে এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ শরীক হন।

মাহফিল শেষে প্রবাসী বশির আহমদের উদ্যোগে মাহফিলে আগত ধর্মপ্রাণ এলাকাবাসীর মাঝে শিরনী হিসেবে রাতের খাবার খাওয়ানো হয়। প্রতি বছর বশির আহমদের উদ্যোগে এই শিরনী বিতরণের আয়োজন হয়ে আসছে দীর্ঘদিন থেকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930