শিরোনামঃ-

» দক্ষিণ ছাতক উপজেলা সদর দপ্তরের নির্ধারিত ভূমি পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. মার্চ. ২০১৮ | সোমবার

ছাতক প্রতিনিধিঃ প্রস্তাবিত দক্ষিণ ছাতক উপজেলা সদর দপ্তরের নির্ধারিত ভূমি পরিদর্শন উপলক্ষে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের এলাকাবাসী ও ভুমির মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৪ মার্চ) বিকেল ৩টায় সিংচাপইড়, দক্ষিণ খুরমা ও দোলার বাজার ইউনিয়নের সংযোগস্থল সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটেরখাল নদীর দক্ষিণ পাড়ে খোলা আকাশের নিচে এই নির্ধারিত ভূমিতে বিশিষ্ট মুরব্বী ডাঃ ছমির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত  হয়।

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান ও সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক আনম ওহিদ কনা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সিনিয়র সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব অধ্যাপক খছরুজ্জামান, দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ, পীর আব্দুল হান্নান, মাওলানা জুবায়ের আহমদ, ডাঃ শাহ সৈয়দুর রহমান, শফিক আহমদ, তোফায়েল আহমদ, মাহবুবুল আলম মুহিত, সাংবাদিক ফয়সল আহমদ বাবুল, সায়েম আহমদ, বদরুল আলম লিটন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, লিক্সন মিয়া, মেহেদী হাসান ফয়েজ, নুরুল ইসলাম পাকি, মাসুম আহমদ, মুজাহিদ আলী, সামসু উদ্দিন, আবু জাবের প্রমুখ।

দক্ষিণ ছাতকের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন- ছিকনিকান্দি গ্রামের আব্দুল মতিন, ফখরুল হোসেন, সধুখালি গ্রামের ইয়াছির উদ্দিন, সাজ্জাদুর রহমান, আব্দুস সুবহান, সিংচাপইড় গ্রামের নুরুল ইসলাম, আব্দুল বারী, ফারুক মিয়া, আব্দুর রহমান, বৃহত্তর কুর্শির নুরুল আমিন, হাফিজ ফয়জুল ইসলাম, রাউলী গ্রামের ছাদিক মিয়া  (সাবেক প্যানেল চেয়ারম্যান), এখলাছুর রহমান, কাটাশলা গ্রামের ইরন মিয়া, সুতারখালি গ্রামের সাবেক মেম্বার পিয়ার আলী, পালপুর গ্রামের সাবেক মেম্বার আকিক মিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এখলাছুর রহমান, মানিক মিয়া, আনছার মিয়া, ইউনুছ আলী, সিরাজুল ইসলাম সিরাজ, সেলিম আহমদ, হাজি বশির মিয়া, চমক আলী, ফারুক মিয়া, ছৈইল মিয়া, তাজুদ মিয়া, আজিজুর রহমান, আব্দুল বারিক, মঈন উদ্দিন, দৌলত মিয়া, এমদাদুল ইসলাম লিলু, জাহির আলী, সুহেল আহমদ, আলা উদ্দিন,  আব্দুর রজাক, আব্দুস সালাম, আক্তার হোসেন নেচার আহমদ, মাফিজ আলী, সনা মিয়া, হেলাল মিয়া প্রমুখ।

এছাড়া এ মতবিনিময় সভায় ভুমি সংক্রান্ত কাগজপত্র তৈরির জন্য মুর্শেদ চৌধুরীকে আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট এক উপকমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হলেন আজিজুল ইসলাম আজিজ, তোফায়েল আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল বারিক, গিয়াস উদ্দিন, নুরুল আমিন, ইয়াসিন উদ্দিন, আব্দুর রহমান, আব্দুল মতিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031