শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসুচী

প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- কথিত কোন দুর্নীতি নয়, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে সাজা প্রদান করে কারাগারে আটকে রাখা হয়েছে।

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে শুধু কারাগারে প্রেরণ করেই অবৈধ সরকার ক্ষান্ত হয়নি এখন তাঁর কারাবাস দীর্ঘায়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। একদিকে সরকার প্রধান সরকারী খরচে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীন রেখে ভোটারবিহীন নির্বাচনের পায়তারা করছেন।

দেশের মুক্তিকামী জনতার সরকারের হীন ষড়যন্ত্রের ব্যাপারে রাজপথে স্বোচ্চার রয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবেনা। দেশনেত্রীর মুক্তি নিয়ে কোন টালাবাহানার পরিনতি ভাল হবেনা। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসুচীতে বক্তারা উপরোক্ত কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচীতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এম. এ হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শামীম আহমদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৬ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031