শিরোনামঃ-

» আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এফআইভিডিবি’র উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী

প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে খাদিমনগরের কল্লগ্রামস্থ ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩য় ব্যাচের শিক্ষার্থী সম্পা রানী দাস ও তানিয়া আক্তারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়। এসময় তিনি বলেন, ১৯৭৫ সালের ৮ মার্চ জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিকভাবে নারী দিবস হিসেবে ঘোষণা করে। আমাদেরকে মনে রাখতে হবে শুধু এটা মৌখিকভাবেই নারীদের সমান অধিকার বললে চলবেনা।তা বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোন নারী তার অধিকার থেকে বঞ্চিত না হয়। নারীদের পূর্ণ অধিকায় বাস্তবায়ন করেই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এফআইভিডিবি এর পরিচালক জাহিদ হোসেন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- এডমিন এন্ড ফাইনান্স অফিসার মো. আশফাক হোসাইন, ইন্সট্রাক্টর সুজাতা রানী দাস, ফ্যাকাল্টি বিভাগের শিক্ষক তাহমিনা খাতুন, সুমাইয়া আক্তার, পিংকী রানী শিল, স্বপ্না খাতুন, রানী আক্তার, রিমা বেগম, এআরপি ডা. আজিজ আহম্মেদ, ডা. আয়শা তাসমিন ইশিতা, হোস্টেল ম্যানেজার ফরিদা ইয়াসমিন এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে- নয়াসড়কস্থ মহিলা ও শিশু অফিসের কার্যালয়ের সামনে মিডওয়াইফারী একটি স্টল রয়েছে। এতে মিডওয়াইফারী সম্পর্ক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031