শিরোনামঃ-

» সিলেটে ডেভেলপমেন্ট অব প্রোডাক্ট কোয়ালিটি অব হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ ডেভেলপমেন্ট অব প্রোডাক্ট কোয়ালিটি অব হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বিএইচএমএমএ এর আয়োজনে ও এমপিএইচপিবিপিসি এর সহযোগীতায় শুক্রবার (১৬ মার্চ) সকাল ১১টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিএইচএমএমএ) এর সেক্রেটারী জেনারেল ডা. মো. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

এসময় তিনি বলেন, চিকিৎসাক্ষেত্রে দিন দিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন আর আগের মতো সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে না। হাত বাড়ালেই গ্রাম গঞ্জে পাওয়া যাচ্ছে অভিজ্ঞ ডাক্তার। জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য সহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশ আজ উন্নয়নের দ্বারপ্রান্তে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা. আব্দুল হক, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সদস্য শামীম আহমদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ও জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. ইমদাদুল হক, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. এ মুজাহিদ খান, বিএইচএমএমএ এর সহ-সভাপতি ডা. মাহবুব হাফিজ, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী ডা. মোস্তাক আল রুবিন।

এসময় উপস্থিত ছিলেন- ডা. শরিফ শাহরিয়ার চৌধুরী, ডা. আব্দুর রকিব, ডা. শাহ জামাল, ডা. আসমা বেগম, ডা. নাজমা বেগম, ডা. হালিমা আক্তার, ডা. মালা রানী, ডা. এমকে খান. ডা. এসএমআর জাহিদ, ডা. শফিকুল ইসলাম, ডা. সুবিন মহি উদ্দিন, ডা. মুজিবুর রহমান, ডা. নাজমূল হক, ডা. সাজ্জাদুর রহমান, ডা. ফরহাদ আহমদ তুহিন, ডা. নকুল কুমার বিশ্বাস, ডা. মন্টু দাস প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930