শিরোনামঃ-

» মেয়র আরিফুল হক’র বিরুদ্ধে আবার মামলা দায়ের

প্রকাশিত: ২৭. মার্চ. ২০১৮ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ ৪ জনকে বিবাদী করে আদালতে মামলা হয়েছে।

সম্প্রতি উর্দ্ধতন সহকারী জজ সদর আদালত, সিলেট এ মামলা করেন আখালিয়া সুরমা আবাসিক প্রকল্পের ম্যানেজিং পার্টনার শামিম আহমদ (স্বত্ব মামলা নং- ২৯/২০১৮)। সুরমা আবাসিক প্রকল্পে নির্মিত ৪টি বহুতল ভবন ভোগদখলে অনধিকার প্রবেশ এবং ভাংচুর করার পায়তারার অভিযোগ এনে এ মামলায় মেয়র ছাড়াও বিবাদী করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং সার্ভেয়ারকে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে- আখালিয়া এলাকায় নির্মিত ৪টি বহুতল ভবন মাইশা টাওয়ার, আয়েশা টাওয়ার, তাহসিন টাওয়ার ও নাজা টাওয়ার সহ অপরাপর ভুমি সুরমা আবাসিক প্রকল্প নামে পরিচিত। যেখানে বরাদ্দপ্রাপ্তরা বহু অর্থ খরচ করে মাটি ভরাট করে টাওয়ার নির্মাণ করেছেন এবং বরাদ্দপ্রাপ্ত ব্যাক্তিগণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রদান করে বসবাস করছেন।

গত ২১ ফেব্রুয়ারি বাদী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকার সুযোগে বিবাদীগণ পূর্বে কোন নোটিশ না দিয়ে পুলিশ সহ একতরফাভাবে সার্ভে মন্তব্যে হামলা চালায়। তখন বাদী সুরমা আবাসিক প্রকল্পের কোন সার্ভেয়ার কিংবা ম্যানেজার কিংবা বাদী উপস্থিত ছিলেন না। তাই বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দ্বারা বিবাদীগণকে বিরত রাখা আবশ্যক বলে উল্লেখ করেন বাদী শামিম আহমদ।

উল্লেখ্য, সিলেট মহানগরীর আখালিয়ার সুরমা আবাসিক প্রকল্পে নির্মিত আকাশছোঁয়া ভবনে দখল হয়ে গেছে প্রায় ৪০ ফুট প্রশস্থ মালনিছড়া। ছড়া দখল ও ভরাট করে সুরমা আবাসিক প্রকল্পে দশ ও এগারো তলা দু’টি ভবন নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, পাল্টে দেয়া হয়েছে ছড়ার গতিপথও। স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি ১৯৫৬ সালের নকশা অনুযায়ী ছড়া উদ্ধারে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ কর্মকর্তা-কর্মচারীরা। ছড়া পরিমাপ করতে গিয়ে ছড়া দখল ও ভরাট করে ১০ ও ১১ তলা দুটি ভবন নির্মাণের সত্যতা পান তারা। পরে, প্রকল্প সংশ্লিষ্টদের যৌথ সার্ভে করার প্রস্তাব দেন। তবে প্রায় ১ মাস অতিবাহিত হলেও কোন সাড়া না পেয়ে ২১ ফেব্রুয়ারি সার্ভেয়ার সহ ঘটনাস্থলে গিয়ে ১৯৫৬ সালের নকশা অনুসারে ছড়া চিহ্নিত করেন মেয়র।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930