শিরোনামঃ-

» বিজিএমইএর মুচলেকা সংশোধন করে দাখিলের নির্দেশ আদালতের

প্রকাশিত: ২৮. মার্চ. ২০১৮ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বহুতল ভবন ভাঙ্গতে সময় না চাওয়ার শর্ত সংক্রান্ত মুচলেকা সংশোধন করে তা পুনরায় দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার (২ এপ্রিল) দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ মার্চ) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে শেষ বারের মতো ১ বছরের সময় চেয়ে লিখিত মুচলেকা দেন বিজিএমইএর বর্তমান পরিচালনা পরিষদ। লিখিত মুচলেকায় বলা হয়, এরপর আমরা আর সময় চাইব না।

আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিজিএমইএর বোর্ড অব ডাইরেক্টরস এর পক্ষে দেয়া মুচলেকায় বলা হয়, এক বছর সময় পেলে আর সময় চাওয়া হবে না।

আদালত বলেন, ৯০ দিনের মধ্যে ভবন ভাঙ্গার নির্দেশ ছিলো। কতবার সময় পেয়েছেন কিন্তু ভবন ভাঙ্গতে পারেননি, তার কোনো কিছুই মুচলেকায় নেই। আর পরিচালনা পর্ষদ তো নির্দিষ্ট সময়ের পর পরিবর্তন হয়। অতএব, এসব বিষয়ে সুনির্দ্দিষ্ট অঙ্গীকার করতে হবে। এরপর আদালত সোমবার আদেশের জন্য দিন ধার্য করে দেয়।

প্রসঙ্গত, এর আগে ২ দফায় ১ বছর সময় পেলেও ভবন ভাঙ্গার বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারেনি বিজিএমইএ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30