শিরোনামঃ-

» পূণ্যভূমি সিলেটেও লেগেছে উন্নয়নের ছোয়া : ড. মোমেন

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ড. একে এম মোমেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগে ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের দামে কেনা বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের ছোয়া পূণ্যভূমি সিলেটেও লেগেছে। সিলেট আজ আর পিছিয়ে নেই। আগামীতে যদি নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করা যায় তবে সেই অগ্রযাত্রা আরোও দ্রুতগতিতে এগিয়ে যাবে। তাই নৌকা মার্কার সহযাত্রী হতে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে।

রবিবার রাত ১০টার দিকে নগরীর কাজলশাহ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগ আয়োজিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন আরোও বলেন- ইতোমধ্যে সিলেটের সড়কপথে উন্নয়নের লক্ষ্যে ঢাকা-সিলেট চার লেন মহাসড়ক এবং সিলেট বিমানবন্দর সড়ককে চার লেনে রূপান্তরের কাজ হাতে নেয়া হয়েছে। পাশাপাশি যানজট নিরসন ও সিলেটের সৌন্দর্য্য বৃদ্ধিতে নগরীতে ফ্লাইওভার স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় মোমেন আগামীতে সিলেটবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক সভাপতির বক্তব্য রাখেন। মুরাদ আহমদ মুরনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়াজিবুর রহমান সাহেদ, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়ারিস মিয়া, ডা. নজরুল ইসলাম ভূইয়া, হাজী বশির মিয়া, ফরিদ চন্দ্র সাহা, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজল দাস, মুন্সীপাড়া পঞ্চায়েত কমিটির সদস্য সুজা বাসিত, ভাতালিয়া পঞ্চায়েত কমিটির সদস্য শফিকুর রহমান দেওয়ান, ৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সন্ধ্যা লক্ষ্মী দে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী সমিতির সদস্য সালা উদ্দিন আহমদ, মেডিকেল পঞ্চায়েত কমিটির সদস্য আব্দুল কাইয়ূম রঙ্গু, বিশিষ্ট মুরব্বী আবুল কাশেম, সামসুদ্দিন আহমদ, মজির আহমদ, যুবলীগ নেতা আবির হোসেন রানা, ছাত্রলীগ নেতা এম এ রায়হান, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা হাসু কুমার কর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক এবাদুর রহমান, সদস্য কামরুল ইসলাম, মেডিকেল কলেজ রোডের ব্যবসায়ী সিরাজুল ইসলাম, কয়েস আহমদ, যুবলীগ নেতা সোহেল, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাকারিয়া হোসেন শাকির, অনুজ তালুকদার, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, রূপম আহমদ, অসিত জিৎ, ইফতেখারুল ইসলাম ইফতি, শামীম চৌধুরী, এম এ সাত্তার, শাকিল আহমদ, মিজান আহমদ, আবুল কালাম, কুদ্দুস আহমদ, জামাল মিয়া।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031