শিরোনামঃ-

» একটি দেশের উন্নতির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০১৮ | সোমবার

দিরাই প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) লিগ্যাল এর মহাপরিচালক মঈদুল ইসলাম বলেছেন- একটি দেশের উন্নতির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে।
এ দুর্নীতি ইচ্ছে করলেই একেবারে প্রতিরোধ সম্ভব নয়। দেশের সাধারণ জনগন যতবেশি সচেতন হবে ধীরে ধীরে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে।
সোমবার (৯ এপ্রিল) দুপুরে দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধে করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
দিরাই অনলাইন প্রেসক্লাব আয়োজিত সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবির দেব শাওনও জয়ন্ত কুমার তালুকদারের যৌথ সঞ্চালনায় সেমিনারে সুচনা বক্তব্য রাখেন- সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- দুর্নীতি দমন কমিশন সিলেটের বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শহিদুল ইসলাম, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার।
বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচি দাস, সাংবদিক খালেদ মিয়া, শাহজাহান চৌধুরী, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, বিশ্বজনের সহ-সভাপতি মহিবুর রহমান মুন্না প্রমুখ।
উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমদ বেগ, রেজুয়ান খান, আব্দুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার সুমন রায় চৌধুরী, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল পাশা, বাংলাদেশ ফিমেইল একাডেমির অধ্যক্ষ নাজমা বেগম, দিরাই উচচ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, যুবনেতা নোমান আহমদ, মুক্তিযুদ্ধা আব্দুল মতিন, সাংস্কৃতিক কর্মী আখলাক হোসেন প্রমুখ।
সেমিনারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দুর্নীতি বিষয়ক প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। পরে দিরাই অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930