শিরোনামঃ-

» সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০১৮ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা শনিবার (২৮ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের আলহাজ্ব বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদুজ্জামান রাহাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের ডেপুটি ডিরেক্টর জাকির হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার পরিদর্শক মো. এমদাদুাল্লাহ ও হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ মরব্বী রাসিদ আলী, সুরাব আলী, কাওছার আহমদ মাওলানা আব্দুল আহাদ (ইমাম), সমাজকর্মী আব্দুল জব্বার, সিরাজ উদ্দিন, সুজাউল করিম সুজা ও সাহান আহমদ।

বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা শেষে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করা হয়।

সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা মাদকবিরোধীর বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক সংগঠনের প্রতিনিধির মাঝে সচেতনতামূলক ব্যাপক আলোচনা করেন। সেই সাথে সকলকে মাদকের বিরুদ্ধে জোরদার আন্দোলনের মাধ্যমে মাদকদ্রবের অপব্যবহার ও নির্মূল করার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30