শিরোনামঃ-

» বর্তমান প্রজন্মের তরুণ চিকিৎসকরা বাংলাদেশে আলো ছড়িয়ে দিতে পারে : প্রফেসর ডা. এহতেশামুল হক

প্রকাশিত: ০৫. মে. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ আধুনিক প্রযুক্তিগত বিজ্ঞানের দ্বারা বর্তমান প্রজন্মের তরুণ চিকিৎসকরা বাংলাদেশে আলো ছড়িয়ে দিতে পারে। তাই আপনারাই হলেন আমাদের দেশের একেকজন মূল কান্ডারী।

আপনাদের মাধ্যমেই আমাদের দেশ রোল-মডেল ওয়ার্ল্ড হিসেবে গড়ে উঠবে বলে আশা রাখি। তরুন চিকিৎসকদের দ্বায়িত্ব রোগীর পর্যাপ্ত সেবা দান করা। তাই সবসময় মমত্ববোধ দিয়ে রোগীর সেবা দিয়ে কর্মস্থল ত্যাগ করবেন।

শুক্রবার (৪ মে) বাংলাদেশ সোসাইটি অব এনেসথেশিয়ালজিষ্ট (বিএসএ) সিলেট ব্রাাঞ্চ আয়োজিত সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর একটি অভিজাত হোটেলে এনেসথেশিয়ালজিষ্ট বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এহতেশামুল হক চৌধুরী প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

বিজয়ী জাতি হিসেবে তরুন চিকিৎসক সমাজে সামনে দিকে এগিয়ে যাবে প্রগতির পথে।

নিজেকে সৎ ও নিষ্টার সাথে কাজ করে যেতে হবে। কেননা সৎকাজ করলে দেশের কর্মরত ৮০ হাজার চিকিৎসকের সুনাম হবে। অসৎকাজে লিপ্ত হলে তারা লজ্জিত হবে।

এজন্য তরুন চিকিৎসকরা যেন সৎ ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা প্রদান অগ্রণী ভূমিকা পালন করে। অনেক সময় কিছু আমলাতন্ত্রের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হয়। ঐসব আমরা তন্ত্রের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, (বিএসএ)সিলেট ব্রাঞ্চ’র সাধারণ সম্পাদক প্রফেসর ডা.শাহনেওয়াজ চৌধুরী।

বিএসএ’র সিলেট ব্রাঞ্চ সভাপতি ডা. সাব্যসূচী রায় সভাপতিত্বে ও বিএসএ সিলেট ব্রাঞ্চ সহ-সাধারন সম্পাদক ডা. এইচ আহমেদ রুবেল পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সোসাইটি অব এনেসথেশিয়ালজিষ্ট (বিএসএ) কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডা. এবিএম মাকসুদুল আলম, (বিএসএ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফেসর ডা. দেবব্রত বণিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডা.মোর্শেদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক ডা.পরিমল কিশোর দেব।

ডা. এহতেশামুল হক চৌধুরী বলেন- বিশ্বের অন্যান্য দেশের সার্জারীর তুলনায় আমাদের দেশের সার্জারীর কাজ অনেক এগিয়ে আছে। সামনে এমনও দিন আসবে বিদেশীরাও ভবিষ্যতে আমাদের দেশে সার্জারী করতে আসবে।

বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশের অনেক উন্নয়ন হয়েছে। সেক্ষেত্রে দেশের উন্নয়নের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্র্ণ চিকিৎসকরা ভূমিকা পালন করছে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রফেসর ডা.জলিল বড়ভূঞা, প্রফেসর ডা. খলিলুর রহমান, প্রফেসর ডা. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. মো.রশিদ, প্রফেসর ডা. মো. আলী সহ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930