শিরোনামঃ-

» আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষ্যে এফআইভিডিবি’র আলোচনা সভা ও র‌্যালী

প্রকাশিত: ০৫. মে. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ “মা ও শিশু” স্বাস্থ্যের মানসম্পন্ন সেবা প্রদানে মিডওয়াইফ এগিয়ে” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষ্যে খাদিমনগরের কল­গ্রামস্থ ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শনিবারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩য় ব্যাচের শিক্ষার্থী রুহামা বেগম রীমা ও ৫ম ব্যাচের ছাত্রী নিলুফা ইয়াছমিনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- এফআইভিডিবি’র পরিচালক জাহিদ হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আফসর আহমদ।

বক্তারা বলেন- একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সেবা প্রদানে মিডওয়াইফ অগ্রণী ভূমিকা রাখতে পারে।

গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা ও মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বক্তারা মনে করেন- প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশুর মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এআরপি আজিজ আহমদ, এআরপি আয়েশা তাসনীম ইশিতা, এডমিন এন্ড ফাইনান্স অফিসার মো. আশফাক হোসাইন, ইন্সট্রাক্টর সুজাতা রানী দাস, ফ্যাকাল্টি বিভাগের শিক্ষক সুমাইয়া আক্তার, শাহনাজ পারভীন, নাফিসা আক্তার, রিমা আক্তার, স্বপ্না খাতুন, রানী আক্তার মৌ, হোস্টেল ম্যানেজার ফরিদা ইয়াসমিন এছাড়াও শিক্ষার্থী, অভিভাবকববৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন- প্রজেক্ট ম্যানেজার এটিএম জান্নাতুন নাঈম।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930