শিরোনামঃ-

» বুধবার পর্যন্ত মুলতবি ঘোষনা করা হয়েছে খালেদা জিয়ার জামিন শুনানি

প্রকাশিত: ০৮. মে. ২০১৮ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল বুধবার (৯ মে) পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (৮ মে) দুপুর সোয়া ১টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এ ঘোষণা দেন।

এর আগে সকাল ৯ টার পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বাধীন ৪ সদস্যের বেঞ্চে এ মামলা জামিনের ওপর শুনানি শুরু হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মধ্যে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল ও কায়সার কামাল।

দুদকের পক্ষে রয়েছেন- খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুরুতেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান বক্তব্য দেন।

খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের পৃথক আপিল করে। আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকার ৯ নম্বরে (কজ লিস্ট) ছিল।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমান সহ ৬ আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30