শিরোনামঃ-

» জানালার রমজান ক্যাম্পেইন ‘আশার বাক্স’ পেলো দেড়শত দরিদ্র পরিবার

প্রকাশিত: ১২. মে. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের তারুণ্যনির্ভর সংস্থা জানালা প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাস উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে সহায়তা বিতরণ কর্মসূচি পালন করেছে। তাদের এ বছরের কর্মসূচির নাম ‘আশার বাক্স’। এর মাধ্যমে দেড়শত দরিদ্র পরিবার পেয়েছে এক মাসে পুরো খাবার সামগ্রী।

শনিবার (১২ মে) নগরীর নাইওরপুল এলাকায় কর্মসূচির প্রথম ধাপে দেড়শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। ‘আশার বাক্স’-প্রজেক্টে প্রতিটি বস্তায় ছিল একমাসের চাল, ছোলা, তেল, চিনি, পিঁয়াজ, রসুন, খেঁজুর, শরবত, আলু, সেমাইসহ মসলাদিও

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ।

জানালার সহ-সাধারণ সম্পাদক তারেক শাফির পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্যে তিনি তার বক্তব্যে এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন- ‘আমরা যদি সমাজের বিত্তবানরা এরকমভাবে সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে পারি,তাহলে সমাজে অভাব নামক শব্দটি একসময় থাকবে না। জানালার প্রতিবছরের এমন কার্যক্রম আমাদের নি:সন্দেহে আমাদের অনুপ্রেরণা জোগায়। আশা করি জানালা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি লায়েক আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে জানালার অন্যান্য সদস্যদের মধ্যে নাঈম আফজাল, জায়েদ আহমদ জাদু, ওমর ওয়াদুদ মাহদি, জামি, এবাদ খান, শাকিল, মিজান, সুজন, সায়েম খান, ইকবাল আহমেদ, সাদি, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

টিম জানালার সভাপতি ইফতি সিদ্দিকি জানান, ‘বক্স অব হোপ’ বা ‘আশার বাক্স’ শিরোনামের আমাদের রমজান ক্যাম্পেইনের প্রথম ধাপ আজকে সম্পন্ন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী রমজান মাস শুরু হওয়ার আগ পর্যন্ত আরো কয়েকটি ধাপ পরিচালনা করা হবে।’

তিনি জানান- অনেক পরিবার অসহায় এবং হতদরিদ্র হলেও লোকলজ্জার কারণে সামনে আসতে চাননা; তাদের আমরা নিজ দায়িত্বে তাদের বাসায় রমজানের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।’

গত রমজানেও তারা প্রায় চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দিয়েছিলেন বলেও জানান তিনি।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30