শিরোনামঃ-

» কেসিসি নির্বাচনে অনিয়ম; ইসি কমিটির ৩ সদস্যের তদন্ত মঙ্গল ও বুধবার

প্রকাশিত: ২১. মে. ২০১৮ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কী ধরনের অনিয়ম হয়েছে, তা তদন্ত করতে নির্বাচন কমিশনের (ইসির) ৩ সদস্যের একটি কমিটি সোমবার (২১ মে) বিকেলে খুলনায় পৌঁছাবেন।

কমিটির সদস্যরা মঙ্গলবার ও বুধবার স্থগিত হওয়া কেসিসির ৩টি ভোটকেন্দ্রের অনিয়মের বিস্তারিত তদন্ত করবেন। নির্বাচন কমিশনার ও ইসির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তদন্ত কমিটিতে রয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান, উপসচিব মো. ফরহাদ হোসেন এবং সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম।

বিষয়টি নিশ্চিত করে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘৩ সদস্যের তদন্ত কমিটি ঢাকা থেকে সোমবার বিকেলে খুলনায় এসে পৌঁছাবেন। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বসেই মঙ্গলবার ও বুধবার তদন্ত কমিটির সদস্যরা স্থগিত হওয়া তিনটি ভোটকেন্দ্রে বিস্তারিত তদন্ত করবেন। এখানে পুলিশ ও আনসারসহ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত, কর্মরতদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করা হবে। ইতোমধ্যেই তাদের কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে কেসিসি নির্বাচনের প্রধান সমন্বয়কারী, ইসির যুগ্ম-সচিব মো. আবদুল বাতেন বলেন, ‘তদন্ত কমিটির সদস্যরা খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সামগ্রিক অনিয়ম নিয়ে তদন্ত করবেন। কোথায় কোথায় অনিয়ম হয়েছে তার বিস্তারিত জানবেন।’

আবদুল বাতেন বলেন, ‘গণমাধ্যমে কী ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে, তার সত্যতা কতটুকু, নির্বাচনে অনিয়মগুলো কারা করেছেন এবং কীভাবে করেছেন এসব কিছুর বিস্তারিত তদন্ত করবেন তারা। এ ছাড়া স্থগিত হয়ে যাওয়া ভোটকেন্দ্র নিয়েও তদন্ত করবে কমিটি।’

এসব ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘মূলত স্থগিত হয়ে যাওয়া কেন্দ্রগুলোকে তদন্ত কমিটি বেশি প্রাধান্য দেবে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেসব বিষয়ে তদন্ত করা হবে। কারা দায়ী বা কীভাবে এসব ঘটল সেসবের তদন্ত করা হবে।’

এসব নিয়ে কথা হয় নির্বাচন কমিশনার কবিতা খানমের সঙ্গে। তিনি বলেন, ‘যদি কোন ভোটকেন্দ্রের ব্যালট পেপারে সিল মারা নিয়ে অনিয়ম হয় এবং তা যদি কাউন্সিলরদের ফলাফল পরিবর্তনের জন্য যথেষ্ট হয় তবে আমরা সেগুলো পুনরায় বিবেচনা করার চেষ্টা করব।’

নাম প্রকাশ না করার শর্তে ইসির একজন যুগ্ম-সচিব বলেন, ‘কেন্দ্রে ঢুকে ব্যালটে অন্যায়ভাবে সিল মারা, জালভোট দেওয়া, ভোটারদের ভোট আগেই দেওয়া হয়ে যাওয়া, বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ভোট স্থগিত হয়ে যাওয়াসহ আরো অনেক বিষয়ে তদন্ত করবে ইসির তদন্ত কমিটির প্রতিনিধি দলটি।’

উল্লেখ্য, গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক জাল ভোট প্রদান, জোর করে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকানো, বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের ঘটনা ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930