শিরোনামঃ-

» সেলিমের ব্যাপারে দলই সিদ্ধান্ত নেবে : আমির খসরু মাহমুদ চৌধুরী

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সিসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী মেয়র প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।

সোমবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন- ‘বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি এমন পর্যায়ে গেছে যে, বলা হচ্ছে তোমরা (বিএনপি নেতাকর্মী) ৩০ জুলাই পর্যন্ত এলাকা ছেড়ে থাকো।’

ভয়ভীতি দেখানোর বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার ও নির্বাচন কমিশনকে সোমবার অবহিত করেছেন আরিফুল হক চৌধুরী। এমনটা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আরো বলেন- ‘সিলেটের মানুষ সব সময়ই গণতন্ত্রমনা। আগামী ৩০ জুলাইয়ের ভোটে সিলেটের মানুষ সরকারের নির্বাচনী প্রকল্প ভেঙ্গে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে।’

২০ দলীয় জোটের শরীক জামায়াতের মহানগর শাখার আমির এসহানুল মাহবুব জুবায়ের মেয়র পদে প্রার্থী হয়েছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমির খসরু বলেন, ‘সিলেট সহ তিন সিটিতে যে মনোনয়ন দেয়া হয়েছে, তা জোটের মধ্যে আলাপ-আলোচনা করেই দেয়া হয়েছে। কেউ যদি জোটের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হন, তবে আমরা আশা করবো তাঁর ব্যাপারে তাঁর দল তড়িৎ ব্যবস্থা নেবে।’

তিনি বলেন- আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিশাল জনবল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, যা আচরণবিধি লঙ্ঘন।

নির্বাচনী প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে শ্রমিকলীগ গুলশান সেন্টারে, মহিলালীগ জেলা পরিষদ মিলনায়তনে, উপশহরে একটি হোটেলে সভা করেছে। কিন্তু নির্বাচন কমিশন কোন আপত্তি জানায়নি, বাধা দেয়নি।’

বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বিধিমালার প্রতি ‘সম্মান দেখিয়ে প্রচারণা চালাচ্ছেন না’ বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930