শিরোনামঃ-

» ইসলামের পক্ষের প্রার্থীকে ভোট দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দিন : ডা. মোয়াজ্জেম হোসেন খান

প্রকাশিত: ১৭. জুলাই. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সিসিক মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেছেন- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র হয়ে শাসক বা নগর পিতা নয় বরং জনগণের খাদেম হয়ে নগরবাসীর সেবা করতে চাই। আপনারা এ যাবতকাল ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছেন তাদের দ্বারা জুলুম শোষণের শিকার হয়েছেন। জনগণের সেবা করার কথা তারা ভাবেননি। আমরা অনেক নগর পিতা দেখেছি স্বার্থপর ও দুর্নীতিবাজ শাসকদের কারনে জনদুর্ভোগ ক্রমান্বয়ে বেড়েই চলেছে এসব কারনেই জনগণের খাদেম হয়ে সেবা করার উদ্দেশ্যেই সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশাকরি ইসলামের পক্ষের প্রার্থীকে ভোট দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দিবেন। পাশাপাশি আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি মঙ্গলবার (১৭ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিলেট বন্দরবাজার নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগকালে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আলাপকালে ডা. মোয়াজ্জেম হোসেন খান উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগকালে এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো. নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ মানসুর, সিলেট মহানগর সভাপতি শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি মুফতি মো. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক ইছহাক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সহ প্রচার সম্পাদক মহসিন আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930